ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় নিরাপত্তা বিষয়ক বিভাগীয় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় নিরাপত্তা বিষয়ক বিভাগীয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় আলোচনাসভা মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

সভায় খুলনা জেলা ভিক্ষুকমুক্তকরণ, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, মসজিদের ইমামদের ভূমিকা, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

সভায় ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযান অব্যাহত রাখা, ক্ষতিকারক বিষমুক্ত আম উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আম উৎপাদনকারী জেলাসমূহ বিশেষ করে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় উদ্বুদ্ধকরণ সভা করার আহ্বান জানানো হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, অ্যাডিশনাল ডিআইজিসহ ১০ জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/১৮ এপ্রিল ২০১৭/খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়