ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজ অপেক্ষা ঘুচবে তো মুস্তাফিজের?

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ অপেক্ষা ঘুচবে তো মুস্তাফিজের?

ক্রীড়া ডেস্ক: আইপিএলের চলতি আসরের ২১তম ম্যাচে আজ দিল্লি ডেয়ার ডেভিলসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

হায়দরাবাদ শিবিরে যোগ দেওয়ার পর কেবল নিজের প্রথম ম্যাচটিতেই মাঠে নামার সুযোগ হয়েছে মুস্তাফিজের। এরপর শেষ দুই ম্যাচে একাদশের বাইরে রাখা হয় বাংলাদেশি এ কাটার মাস্টারকে।

গত আসরে হায়দরাবাদ শিবিরের অবিচ্ছেদ্য অংশ মুস্তাফিজ এবারও ফিরে নিজের প্রথম ম্যাচে্ই একাদশে জায়গা পান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২ এপ্রিলের ওই ম্যাচটিতে ২.৩ ওভার বল করে ৩৪ রান দিয়েছিলেন তিনি। ওই খরুচে বোলিংয়ের জন্যই কি এই মৌসুমে মুদ্রার উল্টো পিঠ দেখছেন ফিজ? এছাড়া আফগান প্রতিভাবান তরুণ স্পিনার রশিদ খান এবং মোহাম্মদ নবীদের জায়গা দিতে গিয়েও একাদশ নির্বাচনে মধুর সমস্যায় পড়তে হচ্ছে হায়দরাবাদের নির্বাচকদের।

তবে দুই ম্যাচের অপেক্ষা শেষে আজ মুস্তাফিজকে মাঠে দেখা যাবে; এমনটাই প্রত্যাশা বাংলাদেশি সমর্থকদের। অন্যদিকে মুস্তাফিজ এক ম্যাচে সুযোগ পেলেও আসরের শুরু থেকে কলকাতা নাইট রাইডার্স শিবিরে কোনো ম্যাচে নেওয়া হয়নি সাকিব আল হাসানকে। বলতে গেলে নাইট শিবিরে একপ্রকার উপেক্ষিতই রয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। আর তাই ব্যাট-বলের ধুন্ধুমার লড়াইয়ে আইপিল জমে উঠলেও বাংলাদেশে তা এখনো জৌলুস ছড়াতে পারেনি।

চলতি আসরে ৫ ম্যাচ শেষে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। সমান ম্যাচে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়