ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গুগল ডুডলে আন্তর্জাতিক শ্রমিক দিবস

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুগল ডুডলে আন্তর্জাতিক শ্রমিক দিবস

নিজস্ব প্রতিবেদক : আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল তাদের ডুডলে তুলে ধরেছে দিবসটির পটভূমি।

মে দিবসে জি ক্ল্যাম্প, ইনসুলেটিং টেপের রোল, রেঞ্চ, মেসারিং টেপ, লরি প্রভৃতি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ‘GOOGLE’ লেখাটি।

গুগল ডুডল পর্যালোচনা করে দেখা গেছে, এর আগেও অনেকবার গুগল ডুডলে ‘শ্রমিক দিবস’ ফুটিয়ে তোলা হয়েছে। তবে ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিবছরই গুগল ডুডলে স্থান পাচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।



আট ঘণ্টা কর্মসময়ের দাবিতে ১৮৮৬ সালে শিকাগোতে শ্রমিকদের ঐতিহাসিক লড়াইয়ের স্মারক আজকের দিনটি।

অধিকারের সেই লড়াই পাল্টে দিয়েছিল গোটা পৃথিবীর ভাবনা ও সমাজ ব্যবস্থাকেই। শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের সেই সাফল্য আজও প্রত্যেক বছর মে মাসের প্রথম দিনটার হাত ধরে ফিরে ফিরে আসে। বহু দেশে এই দিনটি জাতীয় ছুটির দিন। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

https://www.google.com/doodles ঠিকানায় গুগল ডুডল সর্ম্পকে বিস্তারিত জানা যাবে।




রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়