ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তথ্যপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইট উদ্ধার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তথ্যপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইট উদ্ধার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট।

শনিবার দুপুর নাগাদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট (http://www.ictd.gov.bd) হ্যাক করেছিল ভারতীয় হ্যাকার। ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে ‘হ্যাকড বাই রাহু’ লেখা বার্তা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় হ্যাকার গ্রুপ ‘লুলজসেক ইন্ডিয়া’র পক্ষে এই হ্যাকিং করা হয়েছে বলে সাইটে উল্লেখ করা হয়েছিল।

হ্যাকারদের কবল থেকে খুব দ্রুত সাইটটি উদ্ধার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। উদ্ধার হওয়া সাইটটি বিকাল ৫টার দিকে পূর্বাবস্থায় দেখা গেছে। 

শুক্রবার বাংলাদেশের হ্যাকাররা ভারতের শতাধিক সাইট হ্যাক করার পাল্টা জবাব হিসেবে ভারতীয় হ্যাকাররা তথ্যপ্রযুক্তি বিভাগের সাইট হ্যাক করেছিল বলে ধারণা করা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়