ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকায় ওলোর ফোরজি সেবা শুরু

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় ওলোর ফোরজি সেবা শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীতে পরিপূর্ণভাবে ফোরজি এলটিই নেটওয়ার্ক চালু করেছে ওলো।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচিতে ওলো সবসময় বাংলাদেশের পাশে আছে এবং সর্বদাই সচেষ্ট থেকেছে যেন সর্বাধুনিক প্রযুক্তি বাংলাদেশে সহজলভ্য হয়।

বাংলাদেশের প্রথম ফোরজি সেবা প্রদানকারী কোম্পানি ওলো ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে সিলেট, যশোর, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ এবং মৌলভীবাজারে এই সেবা প্রদান শুরু করেছে। এসব এলাকার অধিবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর ওলো ঢাকার গুলশান, উত্তরা, ধানমন্ডি বসুন্ধরা, নিকুঞ্জ এবং মোহাম্মদপুরসহ কয়েকটি নির্বাচিত এলাকায় এই দ্রুত গতির সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। গ্রাহকরা ওলোর কাস্টমার কেয়ার থেকেও এই সেবা পাবেন। গ্রাহকদের সুবিধার্থে ওলো ফোরজি এলটিই মোহাম্মদপুর ও গুলশানে কাস্টমার কেয়ার পয়েন্ট চালু করেছে। এখন থেকে ওলোর সব ধরনের সেবা গ্রাহকরা সহজে পাবেন।



রাইজিংবিডি/ ঢাকা/১৩ জুলাই ২০১৭/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়