ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ত্রাণ বিতরণে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না’

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ত্রাণ বিতরণে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না’

সিরাজগঞ্জ প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল চৌধুরী মায়া বলেছেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, পানি না কমা পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। খাদ্যের কোনো অভাব নেই। যা চাইবেন তার চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে।

ঢাকায় বসে ফাঁকা আওয়াজ না দিয়ে দলমত নির্বিশেষে সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াদ আহমেদ, সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলন, সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা বেগম স্বপনা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, চৌহালী উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মামুন, সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে.এম হোসেন আলী হাসান প্রমুখ।




রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১৫ জুলাই ২০১৭/অদিত্য রাসেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়