ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আয় বেড়েছে হুয়াওয়ের

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয় বেড়েছে হুয়াওয়ের

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্বের ১৭০টিরও বেশি দেশে নিজেদের প্রযুক্তি পণ্য ও সেবা পরিচালনা করছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। চলতি বছরের প্রথম ছয় মাসের আয়ের ব্যবসায়িক ফলাফল আজ ২৭ জুলাই, প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের প্রথম ছয় মাসের বিক্রিত পণ্য থেকে ১০৫.৪ বিলিয়ন চাইনিজ ইউয়ান আয় করেছে হুয়াওয়ে যা গত বছরের তুলনায় ৩৬.২ শতাংশ বেশি। পাশাপাশি গত বছরের তুলনায় ২০.৬ শতাংশ বেশি স্মার্টফোন রপ্তানী করেছে প্রতিষ্ঠানটি যার পরিমান ৭৩.০১ মিলিয়ন।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেন, ‘বিশ্বব্যাপী সংশ্লিষ্ট খাত ও উচ্চ ক্ষমতাসম্পন্ন স্মার্টফোনের বাজারে সবাইকে পেছনে ফেলে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি করেছে আমাদের কনজ্যুমার বিজনেস গ্রুপ। এ অব্যাহত প্রবৃদ্ধিই হচ্ছে ব্র্যান্ড হিসেবে হুয়াওয়ে যে শক্ত অবস্থানে আছে এবং গ্রাহকদের জন্য প্রিমিয়াম ও বাজারে নতুন ডিভাইস নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখছে তারই প্রমাণ।’

ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি)-এর তথ্য মতে, ২০১৭ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বিশ্ববাজারে হুয়াওয়ের মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়েছে শতকরা ৯.৮ ভাগ। উল্লেখযোগ্য হারে মধ্যম ও উচ্চ ক্ষমতাসম্পন্ন স্মার্টফোন বিক্রির মাধ্যমে এ সাফল্য অর্জন করতে পেরেছে হুয়াওয়ে। বৃহত্তর চীনের মোট স্মার্টফোন বাজারের ২২.১ শতাংশ দখল করে আছে হুয়াওয়ে এবং গত বছরের তুলনায় রপ্তানী বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। উল্লেখযোগ্য রপ্তানী বৃদ্ধি পেয়েছে ইউরোপে। ইউরোপে স্মার্টফোন রপ্তানী গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৮ শতাংশ। পাশাপাশি মধ্য, পূর্ব এবং নর্ডিক ইউরোপেও হুয়াওয়ে স্মার্টফোনের রপ্তানী বৃদ্ধি পেয়েছে।

এছাড়া এশিয়ার বাজার যেমন- থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। রাশিয়াতেও লক্ষণীয় পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। জিএফকে ও সিনোর গবেষণা অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চীনের বাজারে অনলাইন স্মার্টফোন বিক্রির তালিকা ও আয়ের দিক থেকে হুয়াওয়ের অনার ব্র্যান্ডটি শীর্ষে রয়েছে।

২০১৭ সালে ব্র্যান্ডজি-এর তালিকায় সেরা ১০০ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর ব্র্যান্ড হিসেবে ৪৯তম স্থানে রয়েছে হুয়াওয়ে। ফোর্বসের শীর্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের তালিকায় ৮৮তম এবং ব্র্যান্ড ফিন্যান্স গ্লোবালের সেরা ৫০০টি ব্র্যান্ডের তালিকায় ৪০তম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাপী উচ্চমানের রিটেইল নেটওয়ার্ক বিস্তার নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালের শেষ নাগাদ ৫৬,০০০ রিটেইল স্টোর স্থাপনের প্রস্তুতি নিয়েছে হুয়াওয়ে, গত ২০১৬ সালের মে মাসে রিটেইল স্টোরের সংখ্যা ছিল ৩৫,০০০।

আগামীতে ‘স্মার্ট অ্যারা’-কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তিসম্বলিত ডিভাইস তৈরি নিয়ে কাজ করছে হুয়াওয়ে। ব্যবহারকারীদের চাহিদাকে মাথায় রেখে ইন্টেলিজেন্ট ডিভাইস তৈরিতে কাজ করছে যা, মানুষের কাজ ও জীবনধারায় সঙ্গে মিশে যাবে।

সেন্সর, ডাটা ম্যানেজমেন্ট এবং উচ্চমানের কিরিন চিপসেট বাজারে নিয়ে আসার ক্ষেত্রে বিশ্বব্যাপী হুয়াওয়ের ১৫টি গবেষণা কেন্দ্র ও ৩৬টি জয়েন্ট ইনোভেশন সেন্টার কাজ করছে। এছাড়া বিশ্বখ্যাত প্রতিষ্ঠান লাইকা, ডলবি, মাইক্রোসফট, ইন্টেল ও গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে নিজস্ব উদ্ভাবনী পণ্য নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়