ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অ্যাপলকে পেছনে ফেলল হুয়াওয়ে

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাপলকে পেছনে ফেলল হুয়াওয়ে

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অ্যাপল তাদের আইফোন ৮ লঞ্চের আগে, হুয়াওয়ে প্রথমবারের মতো বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে ছাড়িয়ে গেছে।

জুন এবং জুলাই মাসে বিশ্বব্যাপী অ্যাপলের আইফোনের চেয়ে বেশি বিক্রি হয়েছে হুয়াওয়ের স্মার্টফোন। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের মার্কেট পালস রিসার্চের জুলাই মাসের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের পর হুয়াওয়ে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা। গবেষকরা আগস্ট মাসেও চীনা প্রতিষ্ঠানটির শক্তিশালী বিক্রয় পূর্বাভাস দিয়েছেন, যা হুয়াওয়ের জন্য হ্যাট্রিকের সুযোগ হতে পারে।

কাউন্টারপয়েন্টের রিসার্চ ডিরেক্টর পিটার রিচার্ডসন হুয়াওয়ের এই সাফল্যের পেছনে স্থানীয় বাজার চীনে শক্তিশালী অবস্থান, আরএন্ডডি ও ম্যানুফ্যাকচারিংয়ে বিনিয়োগ এবং কৌশলী মার্কেটিং তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘এই সাফল্য অস্থায়ী হতে পারে, আইফোনের বার্ষিক বিক্রয়ের হিসাব প্রায় দ্বারপ্রান্তে রয়েছে, তারপরও এই সাফল্য হুয়াওয়ের ক্রমবর্ধমান বাজার বৃদ্ধির গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। যাহোক, দক্ষিণ এশীয়, ভারতীয় ও উত্তর আমেরিকার বাজারে একটি দুর্বল উপস্থিতি স্যামসাংয়ের পিছনে টেকসই দ্বিতীয় অবস্থান নেওয়ার জন্য মধ্য-মেয়াদে হুয়াওয়ের সম্ভাব্যতা নিয়ন্ত্রণ করে। হুয়াওয়েটি তার স্থানীয় বাজার চীনের ওপর বেশি নির্ভরশীল, যেখানে এটি ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে নেতৃত্বের অবস্থান এবং অপারেটর-কেন্দ্রিক বাজারকে উপভোগ করে।’

কাউন্টারপয়েন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর তরুণ পাঠাকের মতে, চীনের স্মার্টফোন ব্র্যান্ডগুলো চীন, ইউরোপ, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার মতো গুরুত্বপূর্ণ বাজারে নেতৃত্ব দিচ্ছে, যা স্যামসাং এবং অ্যাপল এর মতো বিশ্বব্যাপী ব্র্যান্ডের প্রবৃদ্ধির সম্ভাবনাকে সীমিত করেছে। তিনি বলেন, ‘চীনের স্মার্টফোন ব্র্যান্ডগুলো দ্রুততার সঙ্গে ক্রমবর্ধমান হচ্ছে কেবল ডিজাইন, উৎপাদন দক্ষতা এবং আকর্ষণীয় ফিচারের কারণে নয় বরং বিক্রয় চ্যানেল, মার্কেটে যাওয়া এবং মার্কেটিং প্রমোশন কৌশলগত কারণেও।’



চীনা ব্র্যান্ড অপ্পো তাদের জনপ্রিয় আর১১ এবং এ৫৭ স্মার্টফোনের কারণে বিশ্বব্যাপী দ্রুত ক্রমবর্ধবান ব্র্যান্ডগুলোর একটি। জুলাই মাসে বিশ্বব্যাপী সবচেয়ে বিক্রিত স্মার্টফোনের তালিকায় তাদের এই দুটি স্মার্টফোন যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের মডেল দুইটি হচ্ছে অ্যাপল আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস। জুলাইয়ে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় অন্যান্যের মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৮, শাওমি রেডমি নোট ৪ এক্স, স্যামসাং গ্যালাক্সি এস৮ প্লাস, অ্যাপল আইফোন ৬, স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম এবং স্যামসাং গ্যালাক্সি এ৫ ২০১৭।

কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক পাভেল ন্যাইয়া বলেন, ‘যেখানে হুয়াওয়ে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ড, সেখানে হুয়াওয়ের কোনো স্মার্টফোন সর্বাধিক বিক্রিত সেরা ১০ স্মার্টফোনের তালিকায় থাকতে না পারাটা বিস্ময়কর। এটা হতে পারে তাদের মাল্টিপল মডেল থাকার কারণে যেখানে তাদের সত্যিকার একটি হিরো ডিভাইসের অভাব রয়েছে। বিভিন্ন পোর্টফোলিও থাকাতে হুয়াওয়ে একাধিক ফ্রন্টে প্রতিদ্বন্দ্বীতা করতে সক্ষম হয়, সামগ্রিক ব্র্যান্ড স্বীকৃতি তৈরির জন্য এটি সামান্য কিছু নয়, হুয়াওয়েকে যদি এটি ভাগাভাগি করে লাভ করতে হয়।’

তথ্যসূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়