ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেশি ভালো ভালো না!

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেশি ভালো ভালো না!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আইফোন এক্সে রয়েছে অবিশ্বাস্য ভালো ক্যামেরা, যার ফলে ব্যবহারকারীরা আত্মবিশ্বাস নিয়ে ছবি তুলতে পারছে। খুবই উন্নত কোয়ালিটির ছবি তোলা যায় এক্সের ক্যামেরায়।

৯৯৯ মার্কিন ডলার মূল্যের নতুন এই আইফোনে সেলফি তোলার জন্য রয়েছে ট্রুডেপথ ফ্রন্ট ক্যামেরা, রয়েছে বিশেষ পোর্টেট মোড যা সাবজেক্টের ফেসে ফোকাস করে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেয়, ফলে ছবি প্রফেশনাল পোর্টেট রূপ পায়। এছাড়াও রয়েছে পোর্টেট লাইটিং ফিচার, যা ব্যবহারকারীকে বেশ কিছু লাইটিং ইফেক্ট যুক্ত করার সুবিধা দেয়।

আইফোন এক্স ব্যবহারকারীদেরকে সেলফি তোলার ক্ষেত্রে এই উভয় ফিচার ব্যবহারের সুবিধা দেয়। কিন্তু কথায় বলে, বেশি ভালো ভালো না। কারণ আইফোন এক্সের অনেক ব্যবহারকারী আইফোন এক্সের এত উন্নত সেলফি ক্যামেরায় নাকি বিপাকে পড়েছেন।

বেশ কয়েকজন আইফোন এক্স ব্যবহারকারী টুইটারে জানিয়েছেন, তারা এতো উন্নত সেলফি ক্যামেরা নিয়ে শঙ্কিত, কারণ মুখের ত্রুটিগুলিকে অনেক স্পষ্টভাবে দেখা যায় সেলফিতে। শুষ্ক ত্বক, চোখের নিচে ভাজ পড়া চামড়া লুকানো যায় না এই ক্যামেরা থেকে। ইভান ইসকভার নামের এক তরুণী তার টুইটে বলেন, ‘আইফোন এক্সের পরিবর্তে বন্ধুদের মতো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবো। কারণ এক্সের ক্যামেরার ক্ষেত্রে আমি খুবই কুশ্রী।’ ট্রেভার ভেলাসকো নামের এক তরুণ তার টুইটে বলেন, ‘এর উজ্জ্বল ক্যামেরায় আমি ১০০গুণ বেশি অসুন্দর।’

আইফোন এক্সের উন্নত সেলফি ক্যামেরা নিয়ে আরো বেশ কয়েকজন তাদের দুশ্চিন্তা প্রকাশ করেছেন। জেইন গ্রে নামের এক তরুণী তার টুইটে বলেন, ‘এই ক্যামেরায় তোলা সেলফি তার মুখের ব্রণ অনেক বেশি স্পষ্ট করেছে।’ মিয়ামি ডলফিন নামের আরেক তরুণ বলেন, ‘আমি আইফোন এক্স খুব একটা ব্যবহার করবো না। ক্যামেরা অত্যাধিক ভালো, যেকউ আমার রুক্ষ ত্বক এবং চোখের নিচে ভাজ পড়া চামড়া এইচডি কোয়ালিটিতে দেখতে পারছে।’

জুন পা নামক একজন টুইটারে মজা করে বলেন, ‘আইফোন এক্সের ফ্রন্ট ক্যামেরা ছেলেদের জন্য ভালো না, মেকাপ করা মেয়েদের জন্য দারুন কিছু।’

আবার অনেকেই উল্টো প্রশ্নও তুলেছেন। যেমন গ্রেস মরিচ নামের এক তরুণী আইফোন এক্সের প্রশংসা করে বলেন, ‘আইফোন এক্সের ক্যামেরা কেন আমার চোখের দেখার চেয়ে বেশি ভালো?’ ফ্রাসের আগর নামক এক তরুণ তার টুইটে বলেন, ‘আইফোন এক্সের সেলফি ক্যামেরা উচ্চ রেজ্যুলেশনের ছবি তোলায় অনেকেই মনে করছে তাদের বিশ্রি দেখাচ্ছে। আসলেই তাই। কারণ তারা বুড়ো হয়ে গেছে।’

তথ্যসূত্র : ডেইলি মেইল



রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়