ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মানুষ ও মেশিনের অপূর্ব নাচ (ভিডিও)

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানুষ ও মেশিনের অপূর্ব নাচ (ভিডিও)

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : রোবটের বিকাশ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও করা হচ্ছে। কেউ কেউ বলছেন রোবট যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে উঠছে তাতে ভবিষ্যতে হতে পারে নিজ সৃষ্টাকেই হত্যা করতে বসতে পারে। এছাড়াও রোবটকে প্রয়োজনীয় প্রোগ্রাম করার ফলে বিভিন্ন ক্ষেত্রে মানুষের চাকরি নিয়ে নিচ্ছে রোবট।

কিন্তু আপনি কি জানেন, রোবটকে এমন ভাবেও প্রোগ্রাম করা হয়েছে, যেন যুগল নাচে আপনার সঙ্গী হতে পারে। ভাবুন তো ব্যাপারটা কতটা বিস্ময়কর যে, আপনার নাচের সঙ্গী কোনো মানুষ নয় বরঞ্চ রোবট এবং আপনি কখন কি ধরনের নাচের স্টেপ করছেন, তা বুঝে আপনার সঙ্গে তাল মিলিয়ে রোবটও সে ধরনের স্টেপ করছে, আপনার মতোই এক্সপ্রেশন প্রকাশ করছে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া শহরে অনুষ্ঠিত টেড সম্মেলনে মানুষ ও মেশিনের ঠিক এমনই বিস্ময়কর দ্বৈত নৃত্য প্রদর্শন করেছেন তাইওয়ানের নৃত্যশিল্পী হুয়াং ই এবং জার্মানির তৈরি রোবট কুকা।

জার্মান রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘কুকা রোবটিক্স করপোরেশন’ চলতি বছরে কিনে নিয়েছে চীনা ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘মিডেয়া’।

ভিডিওতে দেখুন মানুষ ও মেশিনের যুগল নাচ


তথ্যসূত্র : ম্যাশঅ্যাবল



রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়