ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মধ্যপ্রাচ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেবা দেবে ইজেনারেশন

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধ্যপ্রাচ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেবা দেবে ইজেনারেশন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি কনসাল্টিং এবং সফটওয়্যার সলিউশন কোম্পানি ইজেনারেশন লি. এবং দুবাইভিত্তিক দ্রুত বিকাশমান ফিনটেক কোম্পানি স্মার্টক্রাউড এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ইজেনারেশন স্মার্টক্রাউড এর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিক্স এবং ব্লকচেইনভিত্তিক ডিজিটাল বিনিয়োগ প্লাটফর্ম তৈরি করবে।

ইজেনারেশন লি. এর প্রধান কার্যালয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসানের উপস্থিতিতে ইজেনারেশনের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন ইজেনারেশন গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম এবং স্মার্টক্রাউড এর পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সিদ্দিক ফরিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্যের প্রযুক্তি বিশেষজ্ঞ মুশফিক আহমেদ এবং ইজেনারেশন লি. এর হেড অব অপারেশনস এমরান আবদুল্লাহ।

ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন, ‘শুধুমাত্র বিশ্বের নিম্ন মূল্যের আইটি সলিউশন প্রদানকারী দেশ থেকে বের হয়ে উদ্ভাবনে নেতৃত্ব দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে গ্লোবাল ব্রান্ডে পরিণত করার জন্য ইজেনারেশন অক্লান্ত কাজ করে আসছে। তারই প্রেক্ষিতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিক্স, ব্লক চেইন এবং সাইবার সিকিউরিটির মতো উদ্ভবনীমূলক প্রযুক্তিতে দক্ষতা তৈরি করেছি এবং সেই দক্ষতার কারণেই স্মার্টক্রাউডের প্রজেক্টটি আমরা ইউরোপিয়ান এবং আমেরিকান কোম্পানিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অর্জন করতে সক্ষম হয়েছি।’

স্মার্টক্রাউড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সিদ্দিক ফরিদ বলেন, ‘ইজেনারেশনে এক দিক থেকে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ নব প্রযুক্তিতে দক্ষ জনবল রয়েছে, একই সঙ্গে তাদের এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি এবং গুণগত মান নিশ্চিতকরণেও দক্ষতা রয়েছে। আমরা ইজেনারেশনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ হয়েছি এবং আশা করছি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের আরো অনেক নব প্রযুক্তির কাজ বাংলাদেশ থেকে ইজেনারেশনের মতো কোম্পানিরা করতে পারবে।’

ইজেনারেশন গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম বলেন, ‘ইজেনারেশন ডেনমার্ক, ইউএসএ, ইউকে, জাপান, কানাডা, সৌদিআরব, রাশিয়া, উগান্ডা এবং ফিলিপাইনে সফলতার সঙ্গে আইসিটি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এখন মধ্যপ্রাচ্যের আরো একটি দেশ সংযুক্ত আরব আমিরাত আমাদের ক্ল‍ায়েন্ট পোর্টফোলিওতে যোগ হলো।’



রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়