ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয়করণ না হলে কঠোর হুঁশিয়ারি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয়করণ না হলে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা না হলে সব প্রতিষ্ঠানে তালা লাগানোর হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালনকালে এ হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

অবস্থান কর্মসূচিতে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মহাসচিব মো. আব্দুল খালেক বলেন, সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২৮ হাজার। আর শিক্ষক ও কমর্চারীর সংখ্যা প্রায় ৫ লাখ। আমরা বারবার আন্দোলন করছি কিন্তু কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের দাবি না মানলে আমরণ অনশনে যেতে বাধ্য হব। তখন কোনো শিক্ষকের কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

এ সময় বক্তারা আরো বলেন, একই দাবিতে আমরা এখানে অক্টোবরে আন্দোলন করেছিলাম। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল অচিরেই আমাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু এরপরও আমরা কোনো সুফল পাইনি। এমনকি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি নিয়ে কোনো ধরনের আলোচনাও হয়নি। সুতরাং আমাদের আন্দোলন দমিয়ে দিতে তখন সরকারের পক্ষ থেকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। তাই এবার আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে ঘরে ফিরে যাব না।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/নাসির/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়