ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিতায় দাহর মধ্য দিয়ে শুরু হলো ‘টিকলী’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিতায় দাহর মধ্য দিয়ে শুরু হলো ‘টিকলী’

বিনোদন প্রতিবেদক : চিতার আগুনে জ্বলছে তরুণীর মরদেহ। ধনবান, অহংকারী বাবা চিতার পাশেই দাঁড়িয়ে আছেন। তার চোখ বেয়ে অশ্রু ঝরছে। এদিকে যাকে ভালোবেসে মেয়েটি আত্মহত্যা করেছেন সেই ভালোবাসার মানুষটি প্রিয়জনকে হাড়ানোর বেদনায় ছটফট করছেন। এমন দৃশ্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘টিকলী’ সিনেমার শুটিং।

চিত্রনির্মাতা আকাশ আচার্য্যের নির্মিতব্য সিনেমা ‘টিকলী’। গতকাল সোমবার সন্ধ্যায় বিএফডিসির গেট সংলগ্ন চত্বরে সিনেমাটির মহরতের মধ্য দিয়ে শুটিং শুরু হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, শিমুল খান, রিপন, আরেফিন সোহাগ, পাপিয়া, মিথিলা প্রমুখ।

এসপি পিকচার্স প্রযোজিত এ সিনেমায় মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন শিমুল খান ও তরুণীর ভালোবাসার মানুষের চরিত্রে দেখা যাবে আরেফিন সোহাগকে।

এ প্রসঙ্গে পরিচালক আকাশ আচার্য্য বলেন, ‘‘১৯৫৫-৬০ এর দশকে আমাদের সমাজব্যবস্থায় হিন্দু সম্প্রদায়ে উঁচু-নীচু জাত প্রথার প্রচলন বেশি ছিল। তখনকার হিন্দু সমাজের প্রেম নিয়ে টানাপোড়েনের কাহিনি তুলে ধরা হবে ‘টিকলী’ সিনেমায়। যেহেতু পুরো গল্পটা হিন্দু সমাজ ব্যবস্থা নিয়ে, তাই এ সিনেমায় সবাই হিন্দু চরিত্রে অভিনয় করছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

এর আগে আকাশ আচার্য্য ‘মায়াবিনী’ নামে একটি সিনেমা নির্মাণ করেন। সিনেমাটি ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পায়। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়