ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মেন্ডিসের রেকর্ড ভাঙলেন ধনঞ্জয়া

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেন্ডিসের রেকর্ড ভাঙলেন ধনঞ্জয়া

আকিলা ধনঞ্জয়া

ক্রীড়া ডেস্ক : টেস্ট অভিষেকে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন আকিলা ধনঞ্জয়া। তিনি ভেঙেছেন অজান্তা মেন্ডিসের রেকর্ড।

বাংলাদেশের বিপক্ষে শনিবার শেষ হওয়া ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অফ স্পিনার ধনঞ্জয়া। ম্যাচে ৪৪ রানে ৮ উইকেট।

২০০৮ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে আরেক অফ স্পিনার মেন্ডিসও ৮ উইকেট নিয়েছিলেন। তবে তিনি রান দিয়েছিলেন ১৩২।

টেস্ট অভিষেকে শ্রীলঙ্কার হয়ে ৭টি করে উইকেট আছে দুজনের। ৬টি করে উইকেটও আছে দুজনের। ৫টি করে আছে চারজনের।

অভিষেকে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ডটা ভারতের নরেন্দ্র হিরওয়ানির। ১৯৮৮ সালে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৭ রানে ১৬ উইকেট নিয়েছিলেন প্রাক্তন এই লেগ স্পিনার।

হিরওয়ানি ভেঙেছিলেন ১৯৭২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বব মাসির ১৩৭ রানে ১৬ উইকেটের রেকর্ড। অভিষেকে ১২টি বেশি উইকেট নেই আর কারও।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়