ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গ্রন্থমেলায় নাজমুল হক ইমনের ‘ইউটিউবার’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় নাজমুল হক ইমনের ‘ইউটিউবার’

সাহিত্য ডেস্ক : গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে নাজমুল হক ইমনের ‘ইউটিউবার’। বইটির প্রচ্ছদ এঁকেছেন আশরাফুল ইসলাম রানা। প্রকাশক গ্রাফোসম্যান। মূল্য ১৫০ টাকা।

‘ইউটিউবার’ প্রসঙ্গে লেখক নাজমুল হক ইমন বলেন, ইউটিউবারদের নিয়ে সম্ভবত এটিই প্রথম বই। দেশ সেরা এবং জনপ্রিয়তার দিকে এগিয়ে নতুন পুরনো প্রায় সব ইউটিউবারদের নিয়েই বইটি সাজানো হয়েছে। আমরা ইউটিউবে যে কনটেন্ট নিয়ে মাতামাতি করছি জানি না কে বা কারা বানাচ্ছে এই কনটেন্টগুলো। যাদের আমরা প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে দেখছি; তারা কারা? তাদের পরিচয় কী? কে কোথায় কাজ করে? এমন অনেক তথ্য আমাদের অজানা। তাই চেষ্টা করেছি এই অজানাকে তুলে ধরতে।

লেখক আরো বলেন, বর্তমানে দেশে ইউটিউবারের সংখ্যা অনেক। সবাইকে নিয়ে লিখতে পারিনি। কিন্তু যাদের এই মলাটে বন্দি করেছি; তারা ইউটিউবে ভালো করছেন এবং জনপ্রিয়তাতেও র্শীষে আছেন। এছাড়া বইটি থেকে জানা যাবে প্রিয় ইউটিউবার সম্পর্কে অনেক ব্যক্তিগত তথ্য।

উল্লেখ্য, গ্রন্থমেলায় নাজমুল হক ইমনের মোট ৬টি বই প্রকাশিত হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়