ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শান্তিপূর্ণ আন্দোলন চলবে : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শান্তিপূর্ণ আন্দোলন চলবে : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত দলটি ধারাবাহিকভাকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান বিএনপির এই মহাসচিব।

তিনি বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যে দেশনেত্রী খালেদা জিয়ার এই কারাবাসের বিরুদ্ধে আপনাদের যে ক্রোধ, আপনাদের যে হতাশা, আপনাদের নেত্রীর প্রতি যে ভালোবাসা সেটা আপনারা প্রকাশ করেছেন। আজকে এই মানববন্ধনের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে তিনি এ দেশে সবচেয়ে জনপ্রিয় নেতা। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে।’

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে বলে গেছেন, আপনাদের ধৈর্য ধরতে, শান্ত হতে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে। আমাদের এই কর্মসূচি দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করবার জন্যে, আমাদের এই কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে। খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তার মুক্তি আমরা চাই।’

খালেদা জিয়াকে নিয়ে বিএনপি আগামী নির্বাচনে যাবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না।’

‘আমরা সহায়ক সরকার চাই, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। শান্তিপূর্ণভাবে নির্বাচন করে দেশের জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করতে চাই। তাই আসুন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দেশনেত্রীকে কারামুক্ত করি’, নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন বিএনপির মহাসচিব।

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশনেত্রীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এটা দেশের মানুষ তা গ্রহণ করেনি। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, আমাদের সকল নেতার সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

‘চার দিন ধরে ডিভিশন না দিয়ে সরকার আমাদের নেত্রীকে একজন অডিনারি প্রিজনার হিসেবে কষ্ট দিয়েছে। সরকার জেল কোড ভঙ্গ করেছে। আমরা সরকারের এহেন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মির্জা আব্বাস বলেন, ‘যত ষড়যন্ত্র হোক, বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচন  খালেদা জিয়াকে নিয়েই হবে। তাকে ছাড়া কেউ নির্বাচন চিন্তা করলে সেটা হবে দুঃস্বপ্ন।’

আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি হয়। যেখানে বিএনপি এবং জোটের বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। তোপখানার মোড় থেকে হাইকোর্টের কদম ফোয়ারা পর্যন্ত পুরো এলাকায় হাজার হাজার নেতা-কর্মী সমর্থকরা এই মানববন্ধনে অংশ নেন।

মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি এবং পরদিন বুধবার অনশন কর্মসূচি রয়েছে দলটির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/ইভা  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়