ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ঢাকায় যাত্রা শুরু করল উবার হায়ার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় যাত্রা শুরু করল উবার হায়ার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : রাইড শেয়ারিং কোম্পানি উবার আজ থেকে ঢাকায় চালু করল তাদের নতুন সেবা উবার হায়ার। এই সেবার আওতায় ঘণ্টা চুক্তিতে মিলবে উবার।

যেসব কাজে বেশি সময় লাগে, যেমন সারাদিনের মিটিং, কেনাকাটা অথবা ঘুরতে যাওয়া, সেগুলোর জন্য ঘণ্টা চুক্তিতে গাড়ি ভাড়া নেওয়া যাবে। নূন্যতম দুই ঘণ্টার জন্য এর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। ঘণ্টা ব্যাপী এই চুক্তির আওতায় সারাদিনে বেশ কয়েকটি জায়গায় যাতায়াত করা যাবে।

উবারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উবারের নতুন এই ‘হায়ার’ সেবার ফলে যাতায়াত করতে একটি বিশ্বস্ত মাধ্যম পাবে ঢাকার মানুষ।

উবারের ঢাকা অঞ্চলের জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন, ‘আমরা সব সময় এমন কিছু করার চেষ্টা করি, যা আমাদের যাত্রী এবং চালকদের উবারে ভ্রমণের অভিজ্ঞতা আরো সুমধুর করতে সাহায্য করে। উবার হায়ারের প্রধান লক্ষ্য শহরের নির্দিষ্ট শ্রেণীর যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করা। বিশেষত পর্যটক, ব্যবসায়ী, বয়স্ক মানুষ এবং কর্মজীবীদের যাতায়াত ব্যবস্থা সহজ, সাশ্রয়ী এবং আরামদায়ক করে তোলার লক্ষ্যেই এই সেবাটি চালু করা হয়েছে।’

বিশ্বের অন্যান্য দেশেও উবার হায়ার সেবাটি বেশ জনপ্রিয়।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়