ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভেরিফায়েড হলো মোস্তাফা জব্বারের ফেসবুক পেজ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ৭ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেরিফায়েড হলো মোস্তাফা জব্বারের ফেসবুক পেজ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার চলতি মাসের শুরুতে নিজের নামে একটি ফেসবুক পেজ খুলেছিলেন।

৭ মার্চ, পেজটিকে নীল টিক চিহ্ন দিয়ে ভেরিফায়েড হিসেবে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন মোস্তাফা জব্বার। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমার এই পৃষ্ঠা‌টি ফেসবুক আজ ভে‌রিফাই ক‌রে‌ছে। এখন থে‌কে পৃষ্ঠা‌টির দি‌কে নজর বাড়া‌তে হ‌বে।’

‘মোস্তাফা জব্বার’ নামক ফেসবুক পেজটির () লাইক সংখ্যা বর্তমানে ২ হাজার ৭৫১। পেজটিতে লাইকের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের কিংবদন্তিতুল্য মানুষ মোস্তাফা জব্বার। তিনি বিজয় কিবোর্ড ও সফটওয়্যারের জনক। বর্তমানে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়