ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘ভিসির বাড়িতে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভিসির বাড়িতে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনে আনার কাজ করছে গোয়েন্দারা। তবে হামলাকারীরা সবাই পেশাদার বলে মনে হচ্ছে।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘সেদিন যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। হামলাকারীরা বাসভবনের সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে, হার্ডডিস্কের বক্সও নিয়ে গেছে। এ কারণে এটির দ্রুত তদন্ত দরকার। কেননা কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নে কমিশনার বলেন, ‘হামলার ধরণ দেখে মনে হয়েছে এটি পেশাদার অপরাধীরা করেছে। সাধারণ ছাত্র এগুলো করতে পারে না। তারপরও তদন্ত চলছে। তদন্তের পরই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

‘পয়লা বৈশাখের নিরাপত্তা’ সংক্রান্ত সভায় আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘এদিন ৫টার পর উন্মুক্ত কোনো স্থানে অনুষ্ঠান করা যাবে না। রবীন্দ্রসরোবরে সন্ধ্যা ৭ পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে যেন উপভোগ করা যায় সেজন্য নিরাপত্তা থাকবে।’

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ৮ এপ্রিল দিবাগত রাতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুর করে।



রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়