ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ক্রোম ব্রাউজারের জন্য মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রোম ব্রাউজারের জন্য মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : গুগল ক্রোম ব্রাউজারের জন্য উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস স্ক্যানার উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি একটি ক্রোম এক্সটেনশন তৈরি করেছে, যা দিয়ে ক্ষতিকর ইউআরএলগুলো ক্রোম ব্রাউজারে ব্লক হয়ে যাবে। ফলে ইন্টারনেট ব্রাইজিং হবে অনেক নিরাপদ।

এক্সটেনশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি ক্ষতিকর সাইটগুলো থেকে কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ আটকাটে পারে এবং ফিশিং ইমেইলগুলো প্রতিরোধ করতে পারে।

ক্ষতিকর সাইটগুলোর বিরুদ্ধে ক্রোম ব্রাউজারে ইতিমধ্যে গুগলের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা রয়েছে, তাই নতুন করে মাইক্রোসফটের এই এক্সটেনশন অতিরিক্ত মনে হতে পারে। তবে মাইক্রোসফট দাবী করেছে, ক্রোম ব্রাউজারে ফিশিংয়ের বিরুদ্ধে তাদের এই উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস ৯৯ শতাংশ দক্ষ।

আপনি যদি ক্ষতিকর লিংকগুলোর বিষয় উদ্বিগ্ন থাকেন, তাহলে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা হিসেবে মাইক্রোসফটের এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার ক্রোম এক্সটেনশনটি বিনামূল্যে ব্যবহার করা যাবে লিংক থেকে।

তথ্যসূত্র : দ্য ভার্জ



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়