ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোশ্যাল মিডিয়া ফর এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেল সার্চ ইংলিশ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ২৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোশ্যাল মিডিয়া ফর এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেল সার্চ ইংলিশ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ‘সোশ্যাল মিডিয়া ফর এমপাওয়ারমেন্ট ২০১৮’ লাভ করল ফেসবুকে ইংরেজি ভাষা চর্চার বাংলাদেশি গ্রুপ ‘সার্চ ইংলিশ’। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের ১৮০টি উদ্যোগের মধ্যে সার্চ ইংলিশ কমিউনিটি মোবিলাইজেশন ক্যাটেগরিতে এই পুরস্কার লাভ করেছে।

আরো দুটি প্রতিষ্ঠান শুন্যকাল এবং এনাবল ইন্ডিয়া এই ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে।

গতকাল নয়া দিল্লিতে অনুষ্ঠিত গালা ইভেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্চ ইংলিশ এর প্রতিনিধি বিপ্লব কিশোর দেব এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। 

আন্তর্জাতিক এই অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে সার্চ ইংলিশ এর প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ বলেন, ‘সোশ্যাল মিডিয়া ফর এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ২০১৮’-এর বিজয়ী হতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এই প্রথমবারের মতো সার্চ ইংলিশ এরকম একটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের জন্যে মনোনীত হয়েছে এবং প্রথমবারেই আমরা এই অ্যাওয়ার্ড লাভ করেছি।’

সার্চ ইংলিশের সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) নেয়ামত উল্যাহ মহান বলেন, ‘নিঃসন্দেহে এটা সার্চ ইংলিশের জন্যে একটি বিশাল অর্জন। যখন কেউ তার কাজের স্বীকৃতি পায় তখন তার কাজ করার উৎসাহ আরো বেড়ে যায়। এই অ্যাওয়ার্ড সার্চ ইংলিশের সকল কর্মীদের মধ্যে উৎসাহিত করেছে। আমরা আরো ভালোভাবে কাজ করে যাব এবং ভবিষ্যতে আরো ভালো কিছু অর্জন করব।’

সার্চ ইংলিশের আরেক সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) আবুল খায়ের বলেন, ‘এটা সত্যিই আনন্দের এবং গর্বের ব্যাপার। একই সঙ্গে এমন একটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আমাদের দায়বদ্ধতা বাড়িয়ে দিল। আমরা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি যাতে সাধারণ মানুষ ইংরেজি ভাষাতে দক্ষতা লাভ করে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। ইংরেজি যেন তাদের শক্তি হতে পারে। আমরা চেষ্টা করে যাব যাতে সার্চ ইংলিশকে আমরা বিশ্বমানের একটি ভাষা চর্চার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে পারি।’

সার্চ ইংলিশের সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ রিসার্চ অফিসার এস এম মেহদি হাসান বলেন, ‘বাংলাদেশের বাংলা-মিডিয়ামের ছাত্র-ছাত্রীরা ইংরেজিতে দূর্বলতার কারণে উচ্চশিক্ষা এবং চাকরিতে অনেক সমস্যার সম্মুখীন হয়। এ বছরের মাধ্যমিক পরীক্ষাতে আট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.৪০% যা বিগত আট বছরের মধ্যে সর্বনিম্ন। পরিক্ষার্থীদের বড় অংশ ইংরেজি এবং অঙ্কে অকৃতকার্য হয়েছে। ইংরেজির এই সমস্যার কথা মাথায় রেখে আমরা ২০১৬ সালের জুলাই মাসে ফেসবুকে সার্চ ইংলিশ নামক গ্রুপ প্রতিষ্ঠা করি। সার্চ ইংলিশে আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে ইংরেজি চর্চাতে উৎসাহিত করা এবং ইংরেজিতে দক্ষ লোক গড়ে তোলা। দুই বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে ১২ লাখের বেশি লোক আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ইংরেজি চর্চা করছে। এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আমাদের সেই সাফল্যের স্বীকৃতি।’

সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষমতায়নের লক্ষ্যে যেসব সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তাদের প্রচেষ্টাকে সম্মানিত করার উদ্দেশ্য ২০১৩ সালে ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) এই অ্যাওয়ার্ড চালু করে। দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রথাগত ইংরেজি শিক্ষার দিকে না গিয়ে ব্যতিক্রমধর্মী পন্থায় ইংরেজি চর্চার ফলে সার্চ ইংলিশ খুবই অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে ৮ লাখের বেশি লোক এই গ্রুপে ইংরেজি চর্চা করছে। ইংরেজি চর্চায় বাংলাদেশের জনপ্রিয় এই ফেসবুক গ্রুপটিকে নিয়ে গত বছরের অক্টোবরে তথ্যচিত্র নির্মাণ করে ফেসবুক বিজনেস। যা শুধু বাংলাদেশের প্রথম কোনো ফেসবুক গ্রুপকে নিয়ে নয় বরঞ্চ পুরো এশিয়ায় প্রথম কোনো গ্রুপের ওপর তথ্যচিত্র প্রকাশ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

সার্চ ইংলিশ ফেসবুক গ্রুপ:




রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়