ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ইরাক থেকে শিক্ষা নেওয়া উচিৎ : আসাদ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৩১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের ইরাক থেকে শিক্ষা নেওয়া উচিৎ : আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরাক থেকে শিক্ষা নেওয়া উচিৎ এবং সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করা উচিৎ।

রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন বলে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে।

বিদ্রোহীরা সরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে উল্লেখ করে আসাদ বলেন, সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স ও কুর্দি নিয়ন্ত্রিত মিলিশিয়া, যারা সিরিয়ার উত্তর ও পূর্বের কিছু অঞ্চল দখল করে আছে তাদের জন্য সরকারের আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘এটা প্রথম সুযোগ। যদি তা না হয়, তাহলে আমরা পুর্নদখল করব, সেনাবাহিনীর মাধ্যমে ওই এলাকাগুলো মুক্ত করব। আমেরিকান অথবা আমেরিকান বাদ দিয়ে আমাদের অন্য কিছু বেছে নেওয়ার সুযোগ আর নেই। আমেরিকানদের চলে যাওয়া উচিৎ, কোনো না কোনোভাবে তারা চলে যাচ্ছে।’

তিনি বলেন, ‘তারা কোনো আইনি ভিত্তি ছাড়াই ইরাক এসেছিল, দেখুন তাদের কী অবস্থা হয়েছে। তাদের শিক্ষা নেওয়া উচিৎ। ইরাকের মতো সিরিয়াও ব্যতিক্রম নয়। এই অঞ্চলে বিদেশিদের গ্রহণ করবে না জনগণ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘পশু আসাদ’ বলে আখ্যা দিয়েছিলেন। সেই প্রসঙ্গে আসাদ বলেন, ‘এটি তাকেই প্রতিনিধিত্ব করে। আমি মনে করি এক্ষেত্রে একটি মূলতত্ত্ব রয়েছে। আপনি নিজে যে চরিত্রের অধিকারী সেটি দিয়েই অন্যকে যাচাই করবেন।’




রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়