ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সবাইকে বিজ্ঞানের পদ্ধতি জানার আহবান

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ৯ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবাইকে বিজ্ঞানের পদ্ধতি জানার আহবান

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিজ্ঞান শেখা এজন্য নয় যে সবাই বিজ্ঞানী হবে। বরং সমস্যার সমাধান, দেখার চোখ গড়ে তোলার জন্য সবারই বৈজ্ঞানিক কর্মপদ্ধতি সম্পর্কে জানতে হবে। বর্তমান বিশ্বে এখন সমস্যা সমাধানকারীদেরই চাহিদা। আর সেজন্য বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

এই অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ৯ জুন, নগরীর এলিফ্যান্ট রোডস্থ মাকসুদুল আলম বিজ্ঞানাগারে এক সনদপত্র বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যারয়ের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। বিডিওএসএন ও এসপিএসবি আয়োজিত মোট ৭টি কোর্সের অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।

আয়োজকদের পক্ষে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহকারী প্রোগ্রাম অফিসার দিব্যাঙ্গনা রায় জানান, ‘বর্তমান বিশ্বে ব্যবহারিক বিজ্ঞান ও প্রবলেম সলভিং নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্বেই পড়াশোনার ফাঁকে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রবলেম সলভিং দক্ষতা বাড়ানোর জন্য হাতে কলমে কাজ করা চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের ব্যবহারিক ক্লাস, আরডুইনো নিয়ে ধারণা প্রদান ও প্রজেক্ট তৈরি, স্ক্র্যাচ, পাইথন ও সি প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ে এ কোর্সগুলোতে ঢাকা ও ঢাকার বাইরের মোট ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।’

খেলতে খেলতে বিজ্ঞান ব্যবহারিক ক্লাসে অংশ নেওয়া রূপকথা চক্রবর্তী তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘ক্লাসে অনেক নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পেরেছি। বিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা করিনি, ওই বিষয়গুলো আমাদের কাছে নতুন দৃষ্টিভঙ্গীতে দেখা দিয়েছে।’

মুহম্মদ জাফর ইকবাল অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘এ পৃথিবীতে নতুন কিছু তৈরি করার চেয়ে আনন্দদায়ক আর কিছু নেই। আবিষ্কার বা উদ্ভাবনের যে আনন্দ সেটা সবাই উপলব্ধি করতে পারে না। বেশি বেশি চিন্তা করবে, বিজ্ঞানমনস্ক মন নিয়ে তোমার আশেপাশে তাকাবে, দেখবে অনেক কিছু তোমার কাছে নতুন ভাবে ধরা দিয়েছে।’

অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ বলেন, ‘কখনো গতানুগতিকভাবে চিন্তা করবে না। একটি অঙ্ক সমাধান করার যেমন অনেক উপায় আছে, তেমনি পৃথিবীতে যেকোনো সমস্যা সমাধানের নানা পদ্ধতি আছে। তোমাকে একজন সৃজনশীল মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে।’

সমাপনী অনুষ্ঠানের প্রারম্ভে অতিথিবৃন্দ স্ক্র্যাচ প্রশিক্ষণার্থীদের বানানো কম্পিউটার গেমস ও অ্যানিমেশন উপভোগ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ।
 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়