ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ম্যাক্স হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যাক্স হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে ভুল চিকিৎসা ও অবহেলায় সাংবাদিক কন্যার মৃত্যুর অভিযোগে অভিযুক্ত আলোচিত ম্যাক্স হাসপাতালে অভিযান পরিচালনা করছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা থেকে আসা র‌্যাবের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মিমতানুর রহমান রাইজিংবিডিকে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের অভিযান এখনো চলছে। অভিযান শেষে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। ম্যাক্স ছাড়াও আরো কয়েকটি বেসরকারি হাসপাতালে অভিযান চলছে। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা সাথে রয়েছেন।’

উল্লেখ, ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় রাইফা নামের আড়াই বছর বয়সি সাংবাদিকের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠে। এই ঘটনায় সমগ্র চট্টগ্রাম সাংবাদিকদের আন্দোলনে উত্তাল রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরও শিশু মৃত্যুর ঘটনা তদন্ত করে চিকিৎসা অবহেলার প্রমাণ পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় দুই চিকিৎসককে অব্যাহতি দিয়েছে। সাংবাদিকরা ম্যাক্স হাসপাতাল বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে আসছেন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/৭ জুলাই ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়