ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজে প্রথম পর্বে বিজয়ী যারা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজে প্রথম পর্বে বিজয়ী যারা

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রথম পর্বের ড্র অনুষ্ঠানে জাতীয় দলের প্রাক্তন কোচ গোলাম সারোয়ার টিপু, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবিরসহ অতিথিরা।

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবল ২০১৮ উপলক্ষে ‘ওয়ালটন প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ’ প্রতিযোগিতার প্রথম পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রাক্তন কোচ গোলাম সারোয়ার টিপু, ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ূন কবীর ও প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগের মহাব্যবস্থাপক রাশিদুর রহমান সবুর।

প্রথম পর্বের বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ৪৯ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ওয়ালটন এয়ারকন্ডিশনার (১.৫ টন), তৃতীয় পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর (১২.৫ সিএফটি), চতুর্থ পুরস্কার পাঁচটি ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন, পঞ্চম পুরস্কার ১০টি ওয়ালটন রাইস কুকার।

এলইডি টেলিভিশন পেয়েছেন লক্ষ্মীপুরের আশারকোটার রাইছা। এসি পেয়েছেন বগুড়ার সারিয়াকান্দির মোছাম্মত মাসুমা। রেফ্রিজারেটর পেয়েছেন কুমিল্লার দূর্গাপুরের আলমগীর।

মাইক্রোওয়েভ ওভেন বিজয়ী পাঁচজন হলেন- গিয়াসউদ্দিন, নাজিরপাড়া, পাঁচলাইশ, চট্টগ্রাম; বর্ণা, খিলগাঁও, ঢাকা; মো. একরাম, পল্টন, ঢাকা; ইমরান ইসলাম, মিরপুর-১, ঢাকা এবং আবদুল মতিন, ইমেজ পলিটেকনিক্যাল, রংপুর।

রাইস কুকার বিজয়ী ১০ জন হলেন- বিবি ফাতেমা, পাটুয়াটুলী, ঢাকা; জাকিয়া, মিরপুর–১১, ঢাকা; মো. জিয়াউর রহমান, তারাকান্দা, ময়মনসিংহ; সুফিয়া আক্তার, মগবাজার, ঢাকা; মো. মাসুম, রাহাজারপুর, চট্টগ্রাম; এনাম উল্লাহ, দক্ষিণ কমলাপুর, ঢাকা; এম কে আরিফুল ইসলাম, তাসমিন টেলিকম, বনরূপা, রাঙামাটি; সিয়াম, মিরপুর–১০, ঢাকা; রুবাইয়াত ফেরদৌস, যশোর এবং এস এম তানজিজুল হক, টাউন কলোনি, শেরপুর, বগুড়া।

পুরস্কার বিতরণের তারিখ ও স্থান পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৮/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়