ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইউটিউব উপভোগের সেরা ১৮ স্মার্টফোন

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউটিউব উপভোগের সেরা ১৮ স্মার্টফোন

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ইউটিউবের ভিডিও কোন স্মার্টফোনে উপভোগে সেরা অভিজ্ঞতা পাওয়া যাবে, তার একটি তালিকা প্রকাশ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। তালিকাটি খুব বড় নয়, তবে শীর্ষ ব্র্যান্ডগুলোর ফ্লাগশিপ স্মার্টফোনগুলোই এতে স্থান পেয়েছে।

ইউটিউব টিম দাবি করেছে, প্রত্যেকটি ডিভাইসটি নিয়েই তারা ব্যাপক পরীক্ষা চালিয়েছে এবং স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করেছে ভিডিও স্ট্রিমিংয়ে সম্ভাব্য সেরা পারফরম্যান্স ও কোয়ালিটি প্রদানে।

ইউটিউবের ভিডিও উপভোগে সেরা স্মার্টফোনের তালিকায় স্যামসাং, এলজি, ওয়ানপ্লাস, এইচটিসি, হুয়াওয়ে, শাওমি, গুগল এবং নকিয়া ব্র্যান্ড থেকে ১৮টি স্মার্টফোন স্থান পেয়েছে:

* স্যামসাং গ্যালাক্সি নোট ৯
* স্যামসাং গ্যালাক্সি এস ৯
* স্যামসাং গ্যালাক্সি এস ৯ প্লাস
* স্যামসাং গ্যালাক্সি নোট ৮
* স্যামসাং গ্যালাক্সি এস ৮
* স্যামসাং গ্যালাক্সি এস ৮ প্লাস
* ওয়ানপ্লাস ৬
* শাওমি মি ৮
* শাওমি মি মিক্স ২ এস
* সনি এক্সপেরিয়া এক্সজেড ২
* সনি এক্সপেরিয়া এক্সজেড ২ প্রিমিয়াম
* সনি এক্সপেরিয়া এক্সজেড ২ কম্প্যাক্ট
* হুয়াওয়ে ম্যাট ১০ প্রো
* গুগল পিক্সেল ২
* গুগল পিক্সেল ২ এক্সএল
* নকিয়া ৮ সিরোক্কো
* এলজি ভি ৩০
* এইচটিসি ইউ১২ প্লাস

চমকপ্রদ ব্যাপার হলো, এই তালিকায় অ্যাপলের কোনো ডিভাইসের স্থান হয়নি, কারণ আইওএস চালিত হ্যান্ডসেটগুলো গুগলের ভিপি৯ ভিডিও কোডেক সাপোর্ট করে না। ইউটিউব ভিডিও উপভোগের সেরা স্মার্টফোন হতে হলে ছয় কোর প্রযুক্তি সমর্থিত হওয়া লাগবে- এইচডিআর, ৩৬০ ডিগ্রি ভিডিও, ৪কে ডিকোডিং, উচ্চ ফ্রেম রেট, নেক্সট জেনারেশন ভিডিও কোডেক যেমন ভিপি৯ এবং ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট পারফরম্যান্স।

তথ্যসূত্র : জিএসএম অ্যারেনা



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়