ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আসুসের নতুন ল্যাপটপ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসুসের নতুন ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো আসুসের অষ্টম প্রজন্মের কোর আই-৩ ল্যাপটপ ‘এক্স৫৪০ইউবি’।

অষ্টম প্রজন্মের এই ল্যাপটপটি বিনোদন সহ অফিসিয়াল ডিজাইনিং, ভিডিও এডিটিং এর মতো কাজ করার জন্য বিশেষভাবে তৈরি। দেখতে আকর্ষণীয় এই ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, যার ফলে স্বচ্ছ ও প্রাণবন্ত লাগবে যেকোনো ভিডিও।

এছাড়াও রয়েছে ৪ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং সঙ্গে আরো থাকছে ১ টিবি পর্যন্ত স্টোরেজ এর সুবিধা। ল্যাপটপটিতে রয়েছে এইচডিএমআই ১.৪, এনভিডিয়া জির্ফোস এমএক্স১১০, ২ জিবি ডিডিআর৫ গ্রাফিক্স যা দিবে চমৎকার ভিডিও অভিজ্ঞতা। আরো থাকছে ওয়াই-ফাই, ব্লুটুথ, সুপারমাল্টি ডিভিডি, ওয়েব ক্যামেরা ও মাল্টি-ফরম্যাট কার্ড রিডার।

ল্যাপটপটির ওজন প্রায় ১.৯ কেজি। উইন্ডোজ১০ হোম সম্পন্ন এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৪,০০০ টাকা। ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ আসুস ‘এক্স৫৪০ইউবি’ ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে। ভিজিট :




রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়