ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তিন রিয়ার ক্যামেরার স্মার্টফোন

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন রিয়ার ক্যামেরার স্মার্টফোন

মো. রায়হান কবির : সেপ্টেম্বর মাসটি প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি স্মরণীয় মাস হয়ে থাকবে। কেননা এ মাসেই বহু প্রতীক্ষিত তিনটি আইফোন বাজারে ছাড়ার ঘোষণা আসে।

এ মাসেই অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন সংস্করণ উম্মুক্ত করে। আইওএস ১২ তে এখন হালনাগাদ করা যাচ্ছে।

এর রেশ কাটতে না কাটতে অ্যাপলের প্রধান প্রতিপক্ষ স্যামসাং তিন রিয়ার ক্যামেরাযুক্ত স্যামসাং গ্যালাক্সি এ৭ এর ঘোষণা দিলো। স্যামসাং তাদের মধ্যম দামের এই ফোনে বেশকিছু ফিচার যুক্ত করেছে। এই ফোনের ক্যামেরায় যেমন বিশেষত্ব আছে, তেমনি আছে ক্যামেরার সংখ্যায়ও। স্যামসাং এই প্রথম তাদের মোবাইলে তিনটি ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে। যা সবার ধারণা ছিল, হয়তো আগামী বছর বাজারে আসতে যাওয়া গ্যালাক্সি এস ১০ প্লাসে পাওয়া যাবে।

ট্রায়ো সেটিং সমৃদ্ধ গ্যালাক্সি এ৭ ফোনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরায় ১২০ ডিগ্রি ফিচারও থাকছে। ক্যামেরায় ২৫ মেগাপিক্সেল রেগুলার লেন্সের সঙ্গে ৫ মেগাপিক্সেলের ডেপথ লেন্স থাকায় স্বল্প আলোতেও ভালো ছবি তোলা যাবে। তিন ক্যামেরা যুক্ত মোবাইল খুব একটা দেখা যায় না। হুয়াওয়ের পি-২০ প্রো-তে তিন ক্যামেরা আছে। এছাড়া বাজারে তেমন একটা তিন ক্যামেরা যুক্ত ফোন নেই। তাছাড়া এর ফ্রন্ট বা সামনের ক্যামেরা ২৪ মেগাপিক্সেলের।

৬ ইঞ্চি পর্দাটি সুপার ওএমওএলইডি ডিসপ্লে সমৃদ্ধ। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ডলবি এটমস সাউন্ড সিস্টেমও থাকছে। এর বাইরে এতে স্যামসাংয়ের বিক্সবাই ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্স সহ স্যামসাংয়ের সিগনেচার ফিচারগুলো তো থাকছেই।

সামনের তিন মাসের যেকোনো সময় ইউরোপ ও এশিয়ার বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এ৭। চার রঙের (নীল, কালো, সোনালি এবং গোলাপি) গ্যালাক্সি এ সেভেনের দাম এখনো প্রকাশ করেনি স্যামসাং। তাছাড়া গতকাল গ্যালাক্সি এ৭ ঘোষণার অনুষ্ঠানে স্যামসাং কর্তৃপক্ষ কোনো প্রশ্ন বা মন্তব্য করারও সুযোগ দেয়নি। গতকাল ছিল শুধুমাত্র তাদের তিন ক্যামেরা যুক্ত নতুন ফোনের প্রদর্শনী।

তথ্যসূত্র : জেডডিনেট

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়