ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুব এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ভারত

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুব এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশকে হারিয়ে কয়েকদিন আগে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত-ধোনি-শিখর ধাওয়ানরা। দাদাদের পর এবার যুব এশিয়া কাপে শিরোপা জিতল ভারতীয় যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শীলঙ্কাকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় ভারত।

যুব এশিয়া কাপে এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো শিরোপা জিতলো ভারত।মোট সাত আসরের মধ্যে কেবল একবার শিরোপা জিতে আফগানিস্তান। বাকি সবগুলো আসরেই দাপট দেখিয়ে আসছে ভারতীয় যুবারা। আজ শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে শিরোপা নিজেদের করে রাখলো দলটি।

মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আগ ব্যাট করতে নেমে টপঅর্ডার ও মিডলঅর্ডারদের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩০৪ রানের বড় পুঁজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কান যুবাদের ইনিংস।

 



৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষপর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন ভারতীয় অভিজ্ঞ স্পিনার হর্ষ ত্যাগী। বল হাতে একাই ৬ উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং দাপটের দিনে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ  ৪৯ রানের ইনিংস খেলতে পেরেছেন ওপেনার নিহান মাদুসকা। এছাড়া অধিনায়ক নিপুন ধনঞ্জয়া ১২, সুরিয়াবান্দারা ৩১ ও শেষদিকে প্রতিরোধের চেষ্টা করা পারানাভিথানা ৪৮ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায়  ১৬০ রানেই থামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস।

বল হাতে হর্ষ ত্যাগীর ৬ উইকেটের সঙ্গে ২টি উইকেট পান সিদ্ধার্থ দেশাই। একটি উইকেট পান মুহিত জাংরা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংসে খেলেন যশস্বী জয়সওয়াল। ১১৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৫ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত ছিলেন সিমরান সিং। মাত্র ৩৭ বলে ৩ চার ও ৪ ছক্কায় ঝড়ো এ ইনিংস খেলেন দলীয় অধিনায়ক। এ ছাড়া অনজু রাওয়াত ৫৭, পাড্ডিকাল ৩১ ও আইয়াস বাদুনি ৫২ রান করেন।

 



যুব এশিয়া কাপের এবারের আসরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ২ রানে হারিয়ে ফাইনালে উঠে ভারত। অন্যদিকে আফগানিস্তানকে ৩১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল শ্রীলঙ্কা।



রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়