ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অল্পের জন্য বেঁচে গেলেন হেইডেন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অল্পের জন্য বেঁচে গেলেন হেইডেন

ক্রীড়া ডেস্ক : অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। সার্ফিং করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।

ছুটিতে কুইন্সল্যান্ডের নর্থ স্ট্র্যাডব্রোক দ্বীপে ছেলে জোশের সঙ্গে সার্ফিং করছিলেন হেইডেন। তখনই ঢেউয়ের দাপটে বালিতে আছড়ে পড়েন তিনি।  সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

শুক্রবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছেন ৪৬ বছর বয়সি হেইডেন। চিড় ধরেছে মেরুদণ্ডেও। একই সঙ্গে লিগামেন্টেও প্রচণ্ড আঘাত পেয়েছেন।

নিজের আঘাতপ্রাপ্ত শরীরের কিছু ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন হেইডেন। দ্রত হাসপাতালে নিয়ে যাওয়ায় বন্ধুদের দিয়েছেন ধন্যবাদ, ‘আকর্ষণ কেড়ে নিতে আমার এটাই সবশেষ পোস্ট, সত্যি প্রতিজ্ঞা করছি। যারা আমাকে সহায়তা করেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। নিরাপদ থেকে বলতে পারছি অল্পের জন্য রক্ষা পেয়েছি। সুস্থ হওয়ার পথেই আছি।’

১৯৯৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হেইডেন। রান করেছেন ১৫ হাজারেরও বেশি ।



রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়