ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আইফোন ১০এস এবং ১০এস ম্যাক্স বাজারে আনছে গ্রামীণফোন

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইফোন ১০এস এবং ১০এস ম্যাক্স বাজারে আনছে গ্রামীণফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বহুল প্রতীক্ষিত আধুনিক স্মার্টফোন ‘আইফোন ১০এস’ এবং ‘আইফোন ১০এস ম্যাক্স’ আগামী ১ নভেম্বর, দেশের বাজারে আনছে গ্রামীণফোন।

২৬ অক্টোবর, থেকে গ্রামীণফোন সেন্টার এবং গ্রামীণফোন ওয়েবসাইট www.grameenphone.com এর মাধ্যমে এই ফোনগুলো প্রি-অর্ডার করা যাবে।

আইফোন ১০এস এবং ১০এস ম্যাক্স হচ্ছে, এখন পর্যন্ত অ্যাপলের তৈরি সবচেয়ে উন্নত ফোন। ১০এস মডেলের স্ক্রিন সাইজ ৫.৮ ইঞ্চি এবং ১০এস ম‍্যাক্স মডেলের স্ক্রিন সাইজ ৬.৫ ইঞ্চি। উভয় ফোন ৪৫৮ পিপিআই এবং কিউএলইডি এইচডিআর (সুপার রেটিনা) ডিসপ্লে সম্পন্ন।

* উভয় ফোনে রয়েছে টেলিফোটো লেন্স সমৃদ্ধ ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৭ মেগাপিক্সেলের একটি ট্রু ডেপথ ফ্রন্ট ক্যামেরা।

* প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে নতুন ৬ কোরের এ১২ বায়োনিক চিপ, ৭ ন্যানোমিটারের এই প্রসেসর আগের চেয়ে ৩০ শতাংশ দ্রুতগতিতে অ্যাপস চালু করতে পারে। যা বর্তমানে সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর।

* রয়েছ ডুয়াল সিম সাপোর্ট সুবিধা। যার মধ্যে একটি ই-সিম, আরেকটি ন্যানো সিম।

* ফোন আনলকে রয়েছে আগের চেয়ে দ্রুতগতির ফেস আইডি প্রযুক্তি।

* সর্বাধুনিক টাচ প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে থ্রিডি টাচ।

* অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে আইওএস ১২।

* ৬৪ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি- এই তিন ধরনের স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে।

* উভয় ফোন আইপি-৬৮ রেটিংয়ের। অর্থাৎ ধুলা ও পানিরোধী। পানির নিচে ২ মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে আইফোন ১০এস এবং ১০এস ম্যাক্স।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়