ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেনীতে ২৭ লাখ নতুন বই বিতরণের প্রস্তুতি

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীতে ২৭ লাখ নতুন বই বিতরণের প্রস্তুতি

ফাইল ফটো

ফেনী সংবাদদাতা: নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

ফেনী জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ ২৩ হাজার ৯শ ৯৫টি নতুন বই প্রস্তুত। ইতিমধ্যে চাহিদার ৭০ শতাংশ বই স্ব-স্ব উপজেলায় পৌঁছে দেওয়া

হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৯ শিক্ষাবর্ষের বই বিতরণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ৬ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১২ লাখ ৩ হাজার ৮শ ৫০ ছাত্র-ছাত্রীর জন্য ১৭ লাখ ৮৫ হাজার ২শ ৮৫ বই চাওয়া হয়েছে।

একইভাবে দাখিল পর্যায়ের ৩৮ হাজার ছাত্র-ছাত্রীর জন্য ৫ লাখ ৫৯ হাজার ৪শত ৫০ বই, ইবতেদায়ীতে ৪৮ হাজার ৬শ ছাত্র-ছাত্রীর জন্য ৩ লাখ ৫১ হাজার ৪শ ৬০ বই, মাধ্যমিক (ইংরেজি ভার্সন) ৫৩০ জন ছাত্র-ছাত্রীর জন্য ৭ হাজার ৭শ ২৭ বই, মাধ্যমিক  (ভোকেশনাল) ১ হাজার ৪০ জন ছাত্র-ছাত্রীর জন্য ২০ হাজার ৭৩ বই চাহিদা জমা দেওয়া হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান জানান, জানুয়ারির প্রথম দিন বই উৎসবের মাধ্যমে এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।




রাইজিংবিডি/ফেনী/৬ নভেম্বর ২০১৮/সৌরভ পাটোয়ারী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়