ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দিওয়ালির পুরস্কার হিসেবে জয় চেয়েছিলেন কোচ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিওয়ালির পুরস্কার হিসেবে জয় চেয়েছিলেন কোচ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশকে ৩২১ রানের টার্গেট ছুড়ে দিয়েই ফুরফুরে মেজাজে ছিল জিম্বাবুয়ে। কিন্তু কিছুটা আশঙ্কাও ছিল তাদের মনে। কারণ, ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই ভয়ঙ্কর। তবে কোচ তার শিষ্যদের অনুপ্রাণিত করেছেন নানাভাবে। তাদেরকে বলেছেন আগামীকাল (আজ মঙ্গলবার) আমাদের দিওয়ালি। এই ম্যাচটি যদি তোমরা জিত তাহলে সেটা এই দিওয়ালিতে হবে আমার জন্য সেরা উপহার। শিষ্যরা তাকে সেই উপহার দিয়েছে।

ম্যাচ শেষে জিম্বাবুয়ের ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত বলেন, ‘আসলে দলের সবাই জানে ভারতে দিওয়ালি খুবই বড় একটা জিনিস। সে কারণে আমি ছেলেদের গতকাল বলেছি যে মঙ্গলবার দিওয়ালি। সুতরাং তোমরা আমাকে এই দিওয়ালিতে জয় উপহার দিতে পারলে সেটা হবে আমার জন্য সেরা উপহার। তারা সেটা ভালোভাবেই দিয়েছে। আসলে বছরের পর বছর ধরে জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেটে ভালো করছে না। নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তারা। কিন্তু যখন আপনি জিতবেন তখন সব সমস্যা পেছনে চলে যাবে। জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ যখন আপনি জিতবেন তখন ড্রেসিং রুমে পরিবেশটাই পাল্টে যাবে। জয়ের অনুভূতিটাই অন্যরকম। এই জয়ের রেশ অনেকদিন থাকবে। আমি নিশ্চিত খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দলের আত্মবিশ্বাস আরো বাড়বে। সময় এখন সামনে এগিয়ে যাওয়ার।’



জিম্বাবুয়ের ক্রিকেটের অতীত ঐতিহ্যের কথা স্বরণ করিয়ে দিয়ে রাজপুত বলেন, ‘ক্রিকেট বিশ্বের দলগুলো এখন বুঝতে শুরু করবে যে জিম্বাবুয়ের ক্রিকেট তাদের স্বরূপে ফিরতে যাচ্ছে। আপনি যদি ৯০ এর দশকের জিম্বাবুয়ের ক্রিকেটের দিকে তাকান তাহলে দেখবেন তখন কিন্তু দুর্দান্ত একটি দল ছিল তাদের। এই জয় তাদের সেই মহিমাকে জাগিয়ে তুলবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আমি মনে করি এই জয়টা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের জন্যও দারুণ কিছু। তারা অনেকদিন ধরে এসব খেলোয়াড়ের উপর আস্থা রেখেছিল। তারা অনেক ধৈর্য্য ধরেছে। সেটার ফল আসতে শুরু করেছে। আমি নিশ্চিত যে জিম্বাবুয়ে দল, তাদের বোর্ড, জিম্বাবুয়ের মানুষজন ও গোটা দেশ গর্বিত এমন জয়ে।’



রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়