ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সত্য ঘটনা অবলম্বনে ‘ঢাকা টু আমেরিকা’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সত্য ঘটনা অবলম্বনে ‘ঢাকা টু আমেরিকা’

জয়া চৌধুরী

বিনোদন প্রতিবেদক : নবাগত অভিনেত্রী জয়া চৌধুরী বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ঢাকা টু আমেরিকা’ নামের মিউজিক্যাল ফিল্মে দেখা যাবে তাকে।

আজ বুধবার ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ করা হয়েছে। শাহ ফিরোজের পরিচালনায় গানের কথা লিখেছেন ফিরোজ প্লাবন। গানে কণ্ঠ দিয়েছেন বিপাশা।

মিউজিক্যাল ফিল্মটির পোস্টারে লেখা আছে- ‘সত্য ঘটনা অবলম্বনে ঢাকা টু আমেরিকা’। গানের দৃশ্যে জয়ার সাবলীল অভিনয়ে মনে হয়েছে এটা তারই জীবনের গল্প। এ বিষয়ে জয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। জানা যায়, বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

এ প্রসঙ্গে ফিরোজ প্লাবনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের পরিচিত একজন শিল্পীর জীবনের ঘটনা থেকেই আমি গানের কথা লিখেছি। তবে কার জীবনের গল্প তা বলতে চাই না। আর জয়া এমনিতেই ভালো অভিনয় করেন। যে কারণে ফিল্মটি দেখে মনে হতে পারে-এটা তারই জীবনের গল্প। আমি বাস্তব গল্প গানের কথায় তোলে আনার চেষ্টা করেছি। আশা করছি, সবার কাছে গানটি ভালো লাগবে।’

এদিকে জয়া ‘ফুলবানু’ সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন। বর্তমানে ‘বাঘিনী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

দেখুন : ‘ঢাকা টু আমেরিকা’ গানটি।


রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়