ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সালথায় বিদ্যুৎ সংযোগ পেল দুইশ পরিবার

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালথায় বিদ্যুৎ সংযোগ পেল দুইশ পরিবার

ফরিদপুর প্রতিনিধি: বিদ্যুতের নতুন সংযোগ পেল ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের ১৯২পরিবার। এটি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা।

বৃহস্পতিবার দুপুরে ৫০ লাখ ২৩ হাজার ৫শ টাকা ব্যয়ে নির্মিত সাড়ে তিন কিলোমিটার বিদ্যুতের এ নতুন সংযোগের উদ্বোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

সংযোগের উদ্বোধনকালে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বাবু রাম শংকর রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক কাজী শাহ জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বার, আওয়ামী লীগ নেতা মোহন মিয়া, খোরশেদ খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। শতভাগ বিদ্যুতের লক্ষ্য পূরণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন।’

 

 

রাইজিংবিডি/ ফরিদপুর/৮ নভেম্বর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়