ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নাটকীয় জয়ে ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটকীয় জয়ে ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী

গোলের পর সোহেল রানার উল্লাস || ছবি : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয় আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা আবাহনী লিমিটেড। নাটকীয় জয়ে আরামবাগকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটে মো. শাহরিয়ার বাপ্পীর গোলে লিড নেয় আরামবাগ ক্রীড়া সংঘ। ৩০ মিনিটে সমতা ফেরায় আবাহনীর সানডে সিজোবা। ৩৩ মিনিটে বোবক্সোনোভ ইকবালজনের গোলে আবারো এগিয়ে যায় আরামবাগ। ৪৪ মিনিটে আবাহনীর সোহেল রানা গোল করে ফেরান সমতা। এই সমতা নিয়ে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়। ইনজুরি টাইম দেওয়া হয় ৪ মিনিট।

যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে (৯০+৩ মিনিটে) ঢাকা আবাহনীর কেরভেন্স ফিলস বেলফোর্ট গোল করে নাটকীয় জয় এনে দেন আবাহনীকে। আর এই জয়ে ওয়ালটন ফেডারেশন কাপের ৩০তম আসরের সেমিফাইনালে উঠে যায় ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। এমন হারে অবশ্য আরামবাগের খেলোয়াড়রা চড়াও হন রেফারি ও তার সহকারীদের উপর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় ওয়ালটন ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ওয়ালটন ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল ৫ লাখ এবং রানার্স-আপ দল ৩ লাখ টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া প্রতিটি দল ২ লাখ টাকা করে অংশগ্রহণ ফি পাবে।

ওয়ালটন ৩০তম ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে ছিল চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ‘বি’ গ্রুপে ছিল সাইফ স্পোর্টিং, ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসি। ‘সি  গ্রুপে ছিল - ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ‘ডি’ গ্রুপে ছিল- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব।



‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ ক্রীড়া সংঘ। ‘বি’ গ্রুপ থেকে সাইফ স্পোর্টিং ও টিম বিজেএমসি। ‘সি’  গ্রুপ থেকে ঢাকা আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র। আর ‘ডি’ গ্রুপ থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বসুন্ধরা কিংস।

২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত হয় গ্রুপ পর্বের ম্যাচগুলো। এরপর ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনাল। ২১ ও ২২ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ২৪ নভেম্বর হবে ফাইনাল।



রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়