ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোবাইল ব্যাংকিং ৩ দিন বন্ধ রাখার নির্দেশ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবাইল ব্যাংকিং ৩ দিন বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন দিন মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেন করার সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এজেন্ট মোবাইল ব্যাংকিং ও পোস্টাল মানি ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বন্ধ রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকার পর্যন্ত লেনদেন করার সুযোগ রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/রফিক  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়