ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভিডিও কনফারেন্সে প্রার্থীদের পরিচিত করালেন শেখ হাসিনা

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিডিও কনফারেন্সে প্রার্থীদের পরিচিত করালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে নৌকার প্রার্থীদের পরিচয় করে দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের সকল আসনের আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থনে জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনী জনসভায় শেখ হাসিনা নৌকা মার্কার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নৌকা মার্কায় ভোট চান।

এ সময় টাঙ্গাইল প্রান্তে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও টাঙ্গাইল-১ আসনের প্রার্থী ড আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোটমনি, টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমান খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২৭ ডিসেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়