ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিজিবিকে লক্ষ্য করে ভারতীয় চোরাচালানিদের গুলি

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবিকে লক্ষ্য করে ভারতীয় চোরাচালানিদের গুলি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দলকে লক্ষ্য করে ভারতীয় চোরাচালানিরা গুলি ছুঁড়েছে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা ফাঁকা গুলি ছুঁড়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী সীমান্তে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতীয় চোরাচালানিদের এই দলটি গত দুই মাস ধরে রাজশাহী সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা করছিল। সোমবার রাতে অস্ত্র ও মাদক নিয়ে তাদের আসার খবরে বিজিবির পদ্মার চর সীমান্ত ফাঁড়ির ৯ সদস্যের একটি দল পশ্চিম বাথানবাড়ি নামক স্থানে ফাঁদ পেতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে ৪-৫ জনের একটি অস্ত্র পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচার শুরু করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দলটিকে লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় বিজিবিও চোরাচালানিদের লক্ষ্য করে দুটি এসএমজি থেকে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। তখন অস্ত্র ও ফেনসিডিল ফেলে চোরাচালানিরা পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

রাইজিংবিডি/রাজশাহী/৮ জানুয়ারি ২০১৯/তানজিমুল হক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়