ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নতুন সরকার নিয়ে মন্তব্য হাস্যকর : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন সরকার নিয়ে মন্তব্য হাস্যকর : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা সরকার গঠন, এটা নিয়ে মন্তব্য করা তো হাস্যকর ছাড়া কিছু না।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা বিশ্বাস করি, এই সরকারের কোনো অধিকার নেই যে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ওপর তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার। জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করে নাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু সরকার আছে। সরকার তো থাকেই, একটা কিছু না কিছু থাকতে হবে। তার সঙ্গে এটাকে মিলিয়ে লাভ নাই। তারা গোটা বাঙালি জাতির সঙ্গে আজকে প্রতারণা করল।’

বিএনপির ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এখন যা করার তা-ই করবে। জনগণের দল গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে জনগণের সরকারের জন্য।



রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়