ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিরে যাচ্ছেন ‘আনফিট’ স্মিথ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিরে যাচ্ছেন ‘আনফিট’ স্মিথ

ক্রীড়া প্রতিবেদক : গত দুদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভেন স্মিথ দলের সঙ্গে স্কিল অনুশীলন করেননি। মাঠে এসেছিলেন শুধু রানিং করতে।

রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন খানিকটা চোট নিয়ে। ডানহাতের কনুইয়ে চোট ছিল তার। ‘গলফার্স এলবো’র চোটে পড়া এ অসি ক্রিকেটার ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকা ছাড়বেন স্মিথ। অস্ট্রেলিয়ায় গিয়ে কনুইয়ের এমআরআই  করাবেন। যদি রিপোর্ট ভালো পান তাহলে পুনরায় বিপিএল খেলতে ঢাকা আসবেন। যদি শশ্রুষার প্রয়োজন হয় তাহলে থেকে যাবেন অস্ট্রেলিয়ায়।

বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসেছিলেন স্মিথ। কনুইয়ের চোট নিয়েই এসেছিলেন ঢাকায়। প্রথম দুই ম্যাচে তার ব্যাটিংয়ে কোন সমস্যা হচ্ছিল না। ফিল্ডিংয়ে বল থ্রো করতে গিয়ে চাপ অনুভব করছিলেন। শেষ দুদিন তাই ব্যাটিংয়ের পরিবর্তে ফিটনেস নিয়ে কাজ করেছেন। আজ চোট বাড়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন অসি ক্রিকেটার। দুই ম্যাচে স্মিথ রান করেছেন ১৬।

স্মিথকে হারিয়ে বড় ধাক্কা খেল কুমিল্লা। ঢাকা পবের্  দুই ম্যাচ খেলে পাকিস্তান দলে যোগ দেবেন শোয়েব মালিক।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়