ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

২৭ জানুয়ারি ৭ দিনের নিচের নেট প্যাকেজ বন্ধ হচ্ছে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৭ জানুয়ারি ৭ দিনের নিচের নেট প্যাকেজ বন্ধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ৭ দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ বন্ধ হতে যাচ্ছে। আগামী ২৭ জানুয়ারি থেকে ফোন কোম্পানিগুলোর অফারে এ ধরনের কোনও প্যাকেজ থাকবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বুধবার সব ফোন অপারেটরের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য জানান।

বিটিআরসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে বক্তব্য রাখেন। এ সময় বিটিআরসি’র কমিশনার ও  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগেও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ৭ দিনের নিচের প্যাকেজ বন্ধ ঘোষণা দিয়েও তা থেকে সরে এসেছিল। এ প্রসঙ্গে জহুরুল হক বলেন, ‘ওই সময় সিদ্ধান্ত নিলেও তখন বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির বহু প্যাকেজ থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজের সবই ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। এরপরই তা কার্যকর হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৯/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়