ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্ষমা চাইলেন করন

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষমা চাইলেন করন

করন জোহরের সঙ্গে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল

বিনোদন ডেস্ক : অবশেষে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের বিতর্ক নিয়ে মুখ মুখলেন করন জোহর। এ বিষয়ে ক্ষমা চেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে করন জোহর বলেন, ‘আমি মনে করি, এ জন্য আমি দায়ি কারণ এটি আমার শো, আমার প্ল্যাটফর্ম। আমি তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, সুতরাং অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তার দায়িত্ব আমার। কীভাবে এত বড় ক্ষতি করলাম-এই ভেবে আমি বেশ কয়েকটি রাত নির্ঘুম কাটিয়েছি। যদি গিয়ে তাদের বলিও কে আমার কথা শুনবে? এটি এমন এক পর্যায়ে চলে গেছে, যা আমার নিয়ন্ত্রণে নেই। আমি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছি না। তাদের দুজনকে আমি যে প্রশ্নটি করেছিলাম, আমার শোতে আসা সবাইকেই এটি করে থাকি। দীপিকা ও আলিয়া আমার শোতে এসেছিল, আমি তাদেরকেও প্রশ্নটি করেছিলাম। এর প্রতিউত্তর যেটি আসে সেটিতে আমার করার কিছু নেই।’

তিনি জানান, তার ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের হয়ে বেশ কয়েকজন নারী কাজ করেন। তারা বিষয়টি নিয়ে তখন কোনো আপত্তি জানাননি। জনপ্রিয় এ নির্মাতা বলেন, ‘১৬-১৭জন নারী নিয়ে আমার একটি কন্ট্রোল রুম রয়েছে। কফি উইথ করন অনুষ্ঠান পুরোটাই নারীরা চালায়, সেখানে আমিই একমাত্র পুরুষ। কেউ এর প্রতিবাদ করেনি। বরং কেউ কেউ বলেছে- সে পুরো বন্য, উন্মাদ, পাগল হয়ে গেছে। তারা বলেছিল, সে খুব মজা করছে। কেউ আমাকে বলেনি, করন এটি আপত্তিকর। সম্ভবত তাদের দিকেই নজর দিয়েছিলাম, এর ফলে বিষয়টি নিয়ে আমি বেশি চিন্তা করিনি।’

করন আরো বলেন, ‘তাদের সঙ্গে যা হয়েছে তার জন্য অনুশোচনায় ভুগছি। এর মধ্যে কথা উঠেছে, আমি নাকি টিআরপি’র জন্য খুব আনন্দে রয়েছি। আমি টিআরপি নিয়ে চিন্তা করি না। এটি আমার ক্যারিয়ার নয়, এর একটি অংশ। কিন্তু ক্রিকেট তাদের ক্যারিয়ার। আমি মেনে নিচ্ছি, যা বলা হয়েছে তা সীমা অতিক্রম করেছে কিন্তু এর জন্য ক্ষমা চাইছি কারণ এটি আমার অনুষ্ঠান। আমি মনে করি তারা দুজন ইতোমধ্যে তাদের সাজা পেয়ে গেছেন। পরবর্তী পর্বগুলো করার সময় সতর্ক থাকব।’

‘কফি উইথ করন’ অনুষ্ঠানের একটি পর্বে উপস্থিত হয়ে নারীদের বিষয়ে মজা করে মন্তব্য করেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। পরদিন তাদের এই মজা করা মন্তব্য বিভিন্ন পত্রিকায় ‘আপত্তিকর’ হিসেবে উপস্থাপন করা হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের মন্তব্যের ব্যাপক সমালোচনা করা হয়। এরপর বিষয়টি নিয়ে ক্ষমা চান এই দুই ক্রিকেটার। তারপরও ভারতীয় ক্রিকেট দল থেকে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়