ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রাম্পের চিঠিতে ‘ব্যাপক সন্তুষ্ট’ উন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের চিঠিতে ‘ব্যাপক সন্তুষ্ট’ উন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়ে উত্তর কোরিযার শীর্ষ নেতা কিম জং উন 'ব্যাপক সন্তুষ্টি' প্রকাশ করেছেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ওয়াশিংটন সফর শেষ করে দেশে ফিরেছিলেন উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা ও উনের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং চোল। ওই বৈঠকে চোলের হাতে একটি চিঠি তুলে দিয়েছিলেন ট্রাম্প। সেই চিঠি পেয়েই ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন উন।

ফেব্রুয়ারির শেষ নাগাদ ট্রাম্প-উনের দ্বিতীয় দফা বৈঠকের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এর আগে গত  জুনে দুই পক্ষের ঐতিহাসিক প্রথম দফা বৈঠকটি হয়। তবে ওই বৈঠকের পর থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ প্রকল্প খুব সামান্যই এগিয়েছে।

দ্বিতীয় দফার এই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সে সম্পর্কে নিশ্চিত কোনো ঘোষণা এখনো আসেনি। পর্যবেক্ষকরা ধারণা করছেন, এবার সম্ভাব্য ভেন্যু হিসেবে ভিয়েতনামকে বেছে নেওয়া হতে পারে ।

নতুন বছরের বক্তব্যে উন  হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র তার দেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলে তার দেশও নীতি বদলাবে।

তবে বৃহস্পতিবার কেসিএনএ জানিয়েছে, কিম জং-আন বলেছেন ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি; ধৈর্য ও শুভ আস্থা নিয়ে অপেক্ষা করছি, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ পদক্ষেপে দুই দেশের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য।




রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়