ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘তারেককে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তারেককে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে’

সংসদ প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যুক্তরাজ্য সরকারের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার বিষয়ে আমরা আশাবাদী।

বুধবার জাতীয় সংসদে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি যুক্তরাজ্যে যান এবং ২০১৩ সালে যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি লাভ করেন। সম্প্রতি একুশে আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত মামলা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমান আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত মামলায় তাকে যাবজ্জীবন এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন যাবৎ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির লক্ষ্যে সংস্থাটির মহাসচিব বরাবর অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে ২০১৫ সালের ১৩ এপ্রিল ইন্টারপোল তারেক রহমানের নামে রেড নোটিশ জারি করে। এছাড়া তাকে ফিরিয়ে এনে আইনের হাতে সোপর্দ করার লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের কাছে ফুল অর্ডার এক্সট্রাডিশন রিকোয়েস্ট এবং অন্যান্য আনুষাঙ্গিক কাগজ পাঠানো হয়েছে।’

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে এ.কে আব্দুল মোমেন জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন ধরে বিরাজমান রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য এবং মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় রাখাইন সম্প্রদায় কর্তৃক পরিচালিত নির্যাতনের প্রেক্ষিতে বিভিন্ন সময় বিপুল সংখ্যক রোহিঙ্গা দেশ ত্যাগ করে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। বর্তমানে প্রায় ১১ লক্ষাধিক রোহিঙ্গা জনগণ বাংলাদেশের অবস্থান করছে।



রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়