ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আফগানিস্তান : এপ্রিলের মধ্যে অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহার!

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তান : এপ্রিলের মধ্যে অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহার!

আন্তর্জাতিক ডেস্ক : তালিবান জানিয়েছে,আফগানিস্তান থেকে আগামী এপ্রিলের মধ্যেই অর্ধেক সেনা ফিরিয়ে নেবে বলে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এ ধরনের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

রাশিয়ার রাজধানী মস্কোতে তালেবান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক চলছে। বৈঠকের এক ফাঁকে সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র আবদুল সালাম হানাফি বলেন,‘আমেরিকার কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন, এই মাস থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেওয়া শুরু হবে।’

হানাফি সাংবাদিকদের বলেন,‘আমেরিকানরা আমাদেরকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে ফেব্রুয়ারির শুরু থেকে এপ্রিলের শেষের মধ্যে অর্ধেক সেনা প্রত্যাহার করে নেওয়া হবে।’

তবে পেন্টাগনের মুখপাত্র কর্নেল রব ম্যানিং জানান, মার্কিন সেনাবাহিনী সেনা প্রত্যাহারের কোনো আদেশ পায়নি।

তিনি বলেন,‘তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চলছে। তবে (প্রতিরক্ষা মন্ত্রণালয়) এখনো আফগানিস্তানে বাহিনীগত অবকাঠামো পরিবর্তনের কোনো নির্দেশনা পায়নি।’

তথ্য : আল জাজিরা




রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়