ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিশু হত্যা মামলায় একজনের  মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে নয় জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

কুমারখালী উপজেলার কোমরকান্দী গ্রামের বাসিন্দা ওমেদ আলীর ছেলে খাইরুল ইসলামের (৩৬) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, তার চাচাত ভাই সামাদ প্রামাণিকের ছেলে মো জিকুর (৩২) এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া বাকি আট জনের তিন মাস করে সাজা দিয়েছেন আদালত। তারা হলেন- খাইরুলের ভাই ফারুক হোসেন (৩২), বাবা ওমেদ প্রামাণিক (৬০), চাচা আছান প্রামাণিক (৫৮), আবুল কাশেম (৪৮), ওছেল প্রামাণিক (৫০), আতিয়ার রহমান (৪০), রবিউল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেন (৪২)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ০৫ অক্টোবর সন্ধ্যায় নিহত বাবুল হোসেনের (১৪) বাবা এজাহারকারী পলাশ উদ্দিনের বাড়িতে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে পলাশ উদ্দিনকে ধারালো অস্ত্রের আঘাত করেন। এ সময় বাবুল হোসেন ঠেকাতে গেলে তাকেও আসামিরা এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করেন। গুরুতর আহত বাবুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কুমারখালী থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৭ ফেব্রুয়ারি ২০১৯/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়