ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

২২-২৪ ফেব্রুয়ারি বসছে উদ্যোক্তা হাট

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২২-২৪ ফেব্রুয়ারি বসছে উদ্যোক্তা হাট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আগামী ২২-২৪ ফেব্রুয়ারি, ঢাকায় ষষ্ঠ বারের মতো বসছে ‘আইপে ফাল্গুনী উদ্যোক্তা হাট ২০১৯।’ আত্মকর্মসংস্থানে তরুণদের অনুপ্রাণিত করার ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের উদ্যোগে ধানমন্ডির ২৭ নম্বর রোডে অবস্থিত ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) ভবনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ হাট চলবে। চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের একটি নিয়মিত আয়োজন উদ্যোক্তা হাট।

‘আইপে উদ্যোক্তা হাট’-এর আহবায়ক প্রমি নাহিদ জানান, ‘এবারের হাটে প্রায় ৫০ জন উদ্যোক্তা পোশাক, খাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, ইনটেরিয়র সামগ্রী, আইটি সেবা প্রদর্শন ও বিক্রি করবেন।’ উদ্যোক্তা হাটের টাইটেল স্পন্সর দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল মানি প্ল্যাটফর্ম আইপে বাংলাদেশ।

হাটে অংশ নেবে টোটাল অনলাইন সল্যুশন, কুক্যান্টস লিমিটেড, ডিজিটাল পাওয়ার অ্যান্ড টেকনোলজি, মেনসা ডিজিওয়ার্ল্ড, রেজিস্ট্রো, কড়ি ডটকম, শাবাব লেদার, জেটগো, কাশফিয়া বুটিক, অঙ্গ ঢং, ফ্রুইজার বাংলাদেশ,  খানস হেলথ অ্যান্ড বিউটি, আফরিনস কালেকশন, জামিলা, কারুকাজ, ব্রেওন্না, ফুডহাট, প্রিয় বাজার, ইজিয়ার, রেজিস্ট্রার, অদ্ভুত দ্য শপিং উন্ডার, নাইয়রি, অচিন, রেনে বাংলাদেশ, সুহায়রা, সফট টেক ইনোভেশন লিমিটেড, সাববাক্স, এম অ্যান্ড বি ইন্টারন্যাশনাল, স্টাইজিন, প্রাইম আইটি লিমিটেড, রঙিনমেলা, ব্র্যাটন্ড কিডজ, লেজিফগ ডটকম, লিরিক হ্যান্ডিক্রাফটস, হোস্টমাইট, পেপারটুপার্ল বিডি, বেকারি অ্যান্ড পেস্ট্রি, ডাবটেইল এবং ডায়না হোস্ট লিমিটেড।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এই আয়োজনের সহযোগী। আগামী ১৮ ফেব্রুয়ারি, বিশ্বসাহিত্য কেন্দ্রে উদ্যোক্তা হাটের বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়