ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দারুণ সেঞ্চুরিতে হোপ-ক্যাম্পবেলের ইতিহাস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দারুণ সেঞ্চুরিতে হোপ-ক্যাম্পবেলের ইতিহাস

ডাবল সেঞ্চুরি জুটির পথে শাই হোপ ও জন ক্যাম্পবেল

ক্রীড়া ডেস্ক : ওয়ালটন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন শাই হোপ ও জন ক্যাম্পবেল। ওয়ানডে ইতিহাসে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান একই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়লেন।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে রোববার ৩৫তম ওভারে ৯৯ থেকে টিম মুরতাঘকে চার হাঁকিয়ে পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। পরের ওভারে ৯৯ থেকে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তার সঙ্গী ক্যাম্পবেল। এটি তার প্রথম সেঞ্চুরি।

আরো একটি দারুণ কীর্তি গড়েছেন এই দুজন। ওয়ানডেতে এতদিন ওয়েস্ট ইন্ডিজের দুইশ বা এর বেশি রানের উদ্বোধনী জুটি ছিল মাত্র একটি। ১৯৯৭ সালে ব্রিজটাউনে ভারতের বিপক্ষে অবিচ্ছিন্ন ২০০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন শিবনারায়ণ চন্দরপল ও স্টুয়ার্ট উইলিয়ামস।

২২ বছর পর হোপ ও ক্যাম্পবেলের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি উদ্বোধনী জুটি। এই দুজন ছাড়িয়ে গেছেন চন্দরপল ও উইলিয়ামস জুটিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল বিনা উইকেটে ২৪০ রান। হোপ ১১৫ ও ক্যাম্পবেল ১১৩ রানে অপরাজিত আছেন।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়