ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্লোবাল ইয়ুথ সামিট অ্যাওয়ার্ড পেলেন খালেদ মাসুদ মজুমদার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্লোবাল ইয়ুথ সামিট অ্যাওয়ার্ড পেলেন খালেদ মাসুদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক : গত ২৬ মার্চ গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের আয়োজনে নেপালে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ইয়ুথ সামিট ও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৯। অনুষ্ঠানে বিশ্বের ৪১টি দেশ থেকে ৪৭ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বাংলাদেশ থেকে ৭ জন পুরস্কার পেয়েছেন।

এদের মধ্যে লিডারশিপ বিভাগে পুরস্কৃত হয়েছেন অ্যাডভোকেট খালেদ মাসুদ মজুমদার। তিনি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট, গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি এবং মুসলিম সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক (পঞ্চায়েত কমিটি) বংশাল, ঢাকা।

নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলি অডিটরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জলোনাথ খোনেল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নেপালের সাবেক অর্থমন্ত্রী রাম শারান মহত, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সমাজকর্মী এবং গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সভাপতি দিয়াকর আরিয়াল।

দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে ‘দ্বিতীয় সার্ক ইয়ুথ কনফারেন্স ও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৯’ বাংলাদেশে পরিচালনার জন্য গ্লোবাল ল’ থিঙ্কারস সোসাইটির পক্ষে প্রেসিডেন্ট অ্যাডভোকেট খালেদ মাসুদ মজুমদার ও রাওমান স্মিতা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৯/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়